​নিজস্ব সংবাদদাতাঃ সবে সূর্যের আলো ফুটতে শুরু করেছে, এমন সময়ই কেঁপে উঠল বাড়িঘর। একের পর এক বাড়ি ভেঙে পড়তে শুরু করল তাসের ঘরের মতো। দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের জেরে জারি করা হয়েছে সতর্কতা। বৃহস্পতিবার ভোরেই এই ভূমিকম্পের জেরে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।