নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় ঘোষণা করল কেন্দ্র সরকার। প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগের জন্য পুরোপুরি টেলিকম ক্ষেত্রের দ্বার খুলে দিল কেন্দ্র সরকার। এখন থেকে ‘অটোমেটিক রুটেই’ সেই বিনিয়োগ করা যাবে। অর্থাৎ বিনিয়োগের জন্য ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে অনুমোদনের প্রয়োজন হবে না কোনও বিদেশি সংস্থা বা ভারতীয় সংস্থার। বুধবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই খবর ঘোষণা করেন।