/anm-bengali/media/post_banners/RQ2kcuY9qMQR7iPwIAiA.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর : কেন্দ্রের বিজেপি নেতারা এ রাজ্যে ভোটের সময় এসে করোনা ছড়িয়েছে। এমনই মন্তব্য করলেন সাংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-এর রাজ্য সভানেত্রী দোলা সেন। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে একটি রক্তদান শিবিরে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন দীনেন রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সুস্থ হয়েছে করোনাতে। মৃত্যুর সংখ্যাও কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের মতো এবারেও করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই রাজ্যে যে পরিমাণ করোনা বৃদ্ধি পেয়েছে তার জন্য কেন্দ্রীয় বিজেপি নেতারা দায়ী। ভোটের সময় বিজেপির কেন্দ্রীয় নেতা, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বাহিনীর জওয়ানদের কোনওরকম করোনা পরীক্ষা না করে এরাজ্যে তাদের ঢুকতে দেওয়া হয়েছিল। যে কারণেই করোনার এত বাড়বাড়ন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us