New Update
/anm-bengali/media/post_banners/qH2bXgzgcPbbThKVfpuG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েকদিন পরেই মহালয়া। ২০২১ সালে পিতৃপক্ষ পড়ছে ২০ সেপ্টেম্বর। আর এই সময়টি শেষ হবে ৬ অক্টোবর। এই ৬ অক্টোবরে পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের সূচনা হবে। আর সেই দিনই আয়োজিত হয় মহালয়া। এই পিতৃপক্ষে কী কী করতে হয় জেনে নিন। শাস্ত্র মতে, পিতৃপক্ষের শুরুতেই ব্রাহ্মণকে কিছু দান করুন। এতে বহু বিপদ কাটে বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই সময় আমিষ ভোজন করা হলে তা ভালো ফল দেয়। মদ্যপান থেকে বিরত থাকুন। তামাক সেবক করবেন না। কাচ ব্যবহার করবেন না ভুলেও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us