করোনা আবহে এবারও ভক্ত ছাড়াই হবে রথযাত্রা

author-image
Harmeet
New Update
করোনা আবহে এবারও ভক্ত ছাড়াই হবে রথযাত্রা


নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে এ বছরও ভক্তদের ছাড়াই হবে রথযাত্রা। এবারও ভক্ত ছাড়াই হতে চলেছে পুরীর রথযাত্রা। আগামী ১২ জুলাই পুরীতে রথযাত্রা উদযাপিত হবে। নোটিশ দিয়ে এমনটাই জানিয়েছে ওড়িশা সরকার।