New Update
/anm-bengali/media/post_banners/3ZbEkaXI8O7gXmIXisRQ.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
‘আইস এজ’-সিনেমার স্ক্র্যাটের কথা মনে পড়ে? আরও মনে করিয়ে দেওয়া যাক। আখরোট বাঁচাতে যে কাঠবিড়ালি লাগাতার জীবনের ঝুঁকি নিয়ে গেছে? হ্যাঁ। সেই স্ক্র্যাটের কথাই মনে করিয়ে দিল সদ্য ভাইরাল হওয়া এই ক্লিপ। যখন একটা কাঠবিড়ালি মানুষদের মাঝে বাস্কেটবল খেলতে ব্যস্ত হয়ে পড়েছে।
সদ্য ভাইরাল হওয়া একটা ক্লিপে, একটা কাঠবিড়ালিকে মানুষের সঙ্গে বাস্কেটবল খেলায় অংশ নিতে দেখা গেছে। সাবরেডিটের ‘মেড মি স্মাইল’-এ শেয়ার করা ভিডিয়োটি এমনই যে আপনাকে সত্যিই হাসতে বাধ্য করবে। ছোট্ট কাঠবিড়ালিটি বাস্কেটবলে নিজের সাধ্য মতো লাথি এবং ধাক্কা মারছে। এমনকি সে মানুষ খেলোয়াড়দের দেওয়া একদম হাল্কা পাসগুলি ধরে আবার পাস বাড়িয়েও দিচ্ছে। সব মিলিয়ে ক্লিপটি দারুণ হৃদয়গ্রাহী হয়ে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us