দার্জিলিং থেকে গ্রেফতার সন্দেহভাজন চিনা ব্যক্তি

author-image
Harmeet
New Update
দার্জিলিং থেকে গ্রেফতার সন্দেহভাজন চিনা ব্যক্তি

​নিজস্ব সংবাদদাতাঃ মালদার পর এবার দার্জিলিঙে সন্দেহভাজন এক চিনা নাগরিক গ্রেফতার। অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় ওই চিনা নাগরিককে গ্রেফতার করল এসএসবি। গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির বাসিন্দাকেও। নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাছে গ্রেফতার হওয়া চিনা নাগরিকের কাছে মিলেছে পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড। পাসপোর্ট ও প্যান কার্ডে রয়েছে আলাদা নাম। ধৃত চিনা নাগরিকের কাছ থেকে মিলেছে কাঠমান্ডু যাওয়ার বিমানের টিকিট।