সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায় এক দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। আনুমানিক ৯০ হাজার টাকার জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। দোকানের মালিকের নাম রাজেন্দ্র প্রসাদ সাউ। জানাগিয়েছে প্রতিদিনের মতো রাত ৯ টার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিক রাজেন্দ্র। এরপর সকালে দোকান খোলা অবস্থায় দেখে তিনি বুঝতে পারেন দোকানে চুরি হয়েছে। দোকানের অন্যান্য জিনিসের পাশাপাশি সিলিং ফ্যানও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।এরপর খবর দেওয়া হয় এন.জে.পি থানার পুলিশকে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় এই ঘটনার পর পুলিশের টহলদারি বাড়ানোর দাবি তুলেছে ব্যাবসায়ী মহল।