সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জঙ্গলে টহলদারির সময় জঙ্গলের ভেতর থেকে ২ কাঠ পাচারকারীকে গ্রেফতার করলো জলপাইগুড়ি জেলার মরাঘাট রেঞ্জের বনকর্মীরা। জানাগিয়েছে ২৫ জনের এক কাঠ পাচারকারীর দল মরাঘাট রেঞ্জের খুট্টিমাড়ি ৩ নং কম্পার্টমেন্টের জঙ্গলের ভেতরে ঢুকে কাঠ কাটছিলো। সেই সময় টহলরত বনকর্মীরা আওয়াজ শুনে জঙ্গলে হানা দিলে, দলের বেশির ভাগ পাচারকারী পালিয়ে যায়। এরপর দুই জন ব্যাক্তিকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃত ব্যাক্তিদের নাম জ্যোতিপ্রকাশ মিনজ এবং মহেন্দ্র এক্কা। ধৃত ব্যাক্তিদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।