New Update
/anm-bengali/media/post_banners/J5MsFUZeu6YsG76NbS1v.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'উত্তরপ্রদেশে বলদ, মোষ ও মহিলা সবাই সুরক্ষিত'। এমনটাই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে তাঁর এহেন মন্তব্যকে ঘিরে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। যোগী বলেন, 'এর আগে যেখানেই আমাদের কর্মীরা যেত, মহিলারা জিজ্ঞাসা করতেন, আমরা কি নিরাপদে কখনও থাকতে পারব? আমাদের মা-বোনেরা সবসময়ই নিরাপত্তাহীনতায় ভুগতেন। এমনকী কোনও গরুর গাড়ি যদি পশ্চিম উত্তরপ্রদেশে যেত, তাহলে বলদ কিংবা মোষেরাও নিরাপদে থাকত না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us