New Update
/anm-bengali/media/post_banners/aGiGOxqgVx5wpemkjljA.jpg)
হরি ঘোষ, পশ্চিম বর্ধমান:প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে কাঁকসার শিবপুরের অজয় নদে বাঁশের মাচার উপর যোগাযোগ পরিষেবা বন্ধ হল পশ্চিম বর্ধমানে। শুরু হলো নৌকায় ঝুঁকিপূর্ণ যাতায়াত। রাত থেকে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল বাড়ছে কাঁকসার শিবপুরের অজয় নদে। বাঁশের মাচা জলে ডুবে যাওয়ায় নৌকায় শুরু হয় যাতায়াত পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশের নজরদারি রয়েছে। জল বাড়ছে অজয় নদে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us