​নিজস্ব সংবাদদাতাঃ স্প্যানিশ টেনিস তারকা (Spanish Tennis Player) রাফায়েল নাদাল এটিপি র্যাঙ্কিংয়ে (ATP rankings) প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেন। সোমবার এটিপি তাদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে একদিকে চমক যেমন রাফার প্রথম পাঁচ থেকে ছিটকে যাওয়া, অন্যদিকে বড় চমক রাফার দেশের তরুণ টেনিস প্লেয়ার কার্লোস আলকারাসের ১৭ ধাপ এগিয়ে এসে প্রথম ৫০ জনে ঢুকে পড়া।