New Update
/anm-bengali/media/post_banners/SZ9uOzhCvwSF3vgZzv4W.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
ক্রিকেট খেলা চলাকালীন মাঠে ফিল্ডিং করতে নামল এমন একজন, যাকে দেখে খেলোয়াড় থেকে অ্যাম্পেয়ার, কমেন্টার থেকে শুরু করে দর্শক সবাই তাজ্জব হয়ে গেছে। ভাবছেন এমন কে এল স্টেডিয়ামের মাঠে! এল একটি পোষ্য। খেলার মাঝে হঠাৎই বল ‘ক্যাচ’ করে দৌড়তে শুরু করল একটি কুকুর। আর সেই ভিডিয়োই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
অল-আয়ারল্যান্ড টি-২০ কাপের একটি খেলা চলাকালীন হঠাৎ করে মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। তার আচরণ দেখে বোঝাই যাচ্ছে যে এটি কারোর পোষ্য। মাঠে বল মুখে করে দৌড়াতে শুরু করে দেয় সে। আর সেখানেই থেকে সে জনপ্রিয় হয়ে যায় সারা বিশ্বের কাছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us