​নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান (Afghanistan) দখল করতে কার্যত তেমন বাধার মুখে পড়তে হয়নি তালিবানকে (Taliban)। যেমনটা আশঙ্কা করা হয়েছিল তার অনেক আগেই কাবুল দখল করে ফেলে তারা। কিন্তু তালিবানের কাছে চ্যালেঞ্জ ছিল পঞ্জশীর (Pamjshir)। হিন্দুকুশ পর্বতের কোলে এই আফগান প্রদেশে আগেও কখনও তালিবান প্রবেশ করতে পারেনি। তবে এবার তালিবানের চেহারা আগের থেকে অনেকটাই আলাদা। অনেক উন্নত অস্ত্রশস্ত্র রয়েছে তাদের হাতে। তাই আফগানদের সেই দূর্গেও পৌঁছে গিয়েছে তারা। প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ের খবর প্রকাশ্যে আসছে বারবার। এরই মধ্যে একটি ভিডিয়োতে তালিবান দাবি করেছে তারা প্রাক্তন আফগান উপ রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহর বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে। সেখান থেকে পেয়েছে প্রচুর টাকা আর অনেক সোনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে তারা দাবি করেছে সালেহর বাড়ি থেকে ৬০ লক্ষ ডলার নগদ টাকা ও ১৫টি সোনার বাট পেয়েছে। সে সব হাতে নিয়েই ভিডিয়োতে এই দাবি করেছে তালিবরা।