টাকার জন্য সব করতে পারে অনিল কাপুর, ট্রোলের জবাব দিলেন অভিনেতা

author-image
Harmeet
New Update
টাকার জন্য সব করতে পারে অনিল কাপুর, ট্রোলের জবাব দিলেন অভিনেতা


নিজস্ব সংবাদদাতাঃ  শুরু হয়েছে আরবাজ খানের অনলাইন চ্যাট শো পিঞ্চ-এর দ্বিতীয় সিজন। সেখানেই আগামী পর্বে আরবাজের অতিথি অনিল কাপুর। সম্প্রতি ইনস্টাগ্রামে সেই পর্বের প্রোমো পোস্ট করেছেন আরবাজ। সেখানেই সোশ্যাল মিডিয়ায় অনিল কাপুরকে নিয়ে লেখা কয়েকটি কুমন্তব্য অভিনেতাকে পড়ে শোনান আরবাজ খান। সেইসব মন্তব্যের সহজ উত্তর দিতে দেখা গেল অনিল কাপুরকে।