/anm-bengali/media/post_banners/n23hZGaDWwCSYhqW7XrG.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
বুধবারই পিএসজির (PSG) জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)। প্যারিসে (Paris) পা রেখেই এলএম টেন বলেছিলেন, ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোই প্রধান লক্ষ্য তাঁর। বুধ রাতে সেই অভিযানেই যাত্রা শুরু করতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
পিএসজির জার্সিতে এখনও পর্যন্ত একটা ম্যাচেই খেলেছেন মেসি। তাও সেটা ২৫ মিনিট। নেইমারের (Neymar) পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। প্রথম ম্যাচে সে ভাবে দাগ কাটতে পারেননি এলএম টেন। এরপর দেশের হয়ে প্রাক বিশ্বকাপ খেলতে চলে যান মেসি। সেখানে গিয়ে ভেনেজুয়েলা (Venezuela) আর বলিভিয়ার (Bolivia) বিরুদ্ধে ম্যাচ খেলে ফের প্যারিসে ফেরেন তিনি। কোভিডের কারণে ৫ মিনিট খেলা হওয়ার পর ভেস্তে যায় আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ (Argentina Vs Brazil)। বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে পেলের রেকর্ড ভেঙে দেন মেসি। জাতীয় দলের জার্সিতে এখন ৭৯ গোল এলএম টেনের (LM 10)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us