চিনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, বন্ধ বিমানবন্দর

author-image
Harmeet
New Update
চিনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, বন্ধ বিমানবন্দর

​নিজস্ব সংবাদদাতাঃ 

এগিয়ে আসছে টাইফুন (Typhoon)। আতঙ্কের প্রহর গুণছে চিনের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। মূলত সাংঘাই (Sanghai) শহর ও আশেপাশের উপকূলবর্তী এলাকাই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বিপর্যয়ের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। উপকূলবর্তী এলাকার বিমানবন্দরগুলিকেও সতর্ক করা হয়েছে। ওই সব বিমানবন্দরে আপাতত বন্ধ থাকছে পরিষেবা। সাবওয়ে ও ট্রেন লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল থেকে ১৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে সেই ঘূর্ণিঝড়। প্রাথমিকভাবে এটিক সুপার টাইফুন হিসেবে চিহ্নিত করা হলেও, সেটি কিছুটা শক্তি কমিয়েছে বলে জানা গিয়েছে। তাই আবহাওয়াবিদরা এই ঝড়কে আপাতত ‘স্ট্রং’ টাইফুন বলে চিহ্নিত করছে। রবিবার রাতের পর থেকে ঝড় একটু একটু করে শক্তি কমাচ্ছে, তবে আশঙ্কার মেঘ এখনও কাটেনি। টাইফুনের জেরে উপকূলবর্তী এলাকায় ব্যাপক বৃষ্টি হবে ও প্রবল বেগে বইবে হাওয়া।