​নিজস্ব সংবাদদাতাঃ : শনিবার তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) একটি চিনা সামরিক বিমান উড়ে যায়।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ) শানসি ওয়াই-৮ সাবমেরিন-বিরোধী যুদ্ধবিমান তাইওয়ানের এডিআইজেডের দক্ষিণ-পশ্চিম কোণে প্রবেশ করেছে।