​নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইজরায়েলি সামরিক বাহিনী ১২ ঘন্টারও কম সময়ে গাজা স্ট্রিপ থেকে দ্বিতীয় রকেট হামলা আটক করেছে।
"আজ রাতে ২য় বারের মতো গাজায় সন্ত্রাসীরা ইজরায়েলি বেসামরিক নাগরিকদের দিকে রকেট নিক্ষেপ করেছে। সোমবার ভোরে আইডিএফ টুইটারে জানায়, আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম রকেটটিকে আটক করে, যা আবারও বেসামরিক নাগরিকদের রক্ষা করে।