ফের উত্তাল দিঘার সমুদ্র, ভয়ে হোটেলমুখী পর্যটকরা

author-image
Harmeet
New Update
ফের উত্তাল দিঘার সমুদ্র, ভয়ে হোটেলমুখী পর্যটকরা

​নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগেই নিম্নচাপের প্রভাব কাটিয়ে উঠেছে দিঘা। শুরু হচ্ছিল পর্যটকদের আনাগোনা। রবিবারের ছুটির মজা ভেস্তে দিল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। আবারও দুর্যোগের আশঙ্কা শুনিয়েছে হাওয়া অফিস। সতর্ক দিঘা প্রশাসনও। তার মধ্যে রবিবার তীব্র জলোচ্ছ্বাস দেখা গেল দিঘা সমুদ্রে। সমুদ্রের জল টপকাল গার্ডওয়াল। সোমবারও উত্তাল সমুদ্র। তীব্র জলোচ্ছ্বাসে ভয়ে হোটেলে ফিরে যাচ্ছেন পর্যটকরা। নিম্নচাপ এদিন আরও কিছুটা শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কাছাকাছি অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসবে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে সকাল থেকেই বৃষ্টি দিঘায়। মেঘলা আকাশ আর বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর রূপ ধারন করল দিঘা সমুদ্র।