সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: অপরাধ মূলক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল পাঁচ দুষ্কৃতকারী। গোপন সূত্রের খবর পেয়ে শনিবার রাতে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ গ্রেফতার করে এই দুষ্কৃতকারীদের।পুলিশ সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ধৃত ব্যাক্তিরা কোনও বড় ধরনের কান্ড ঘটানোর উদ্দেশ্যেই জড়ো হয়েছিল।ধৃত ব্যাক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্রের পাশাপাশি দোকান ভাঙ্গার সারঞ্জাম উদ্ধার করা হয়েছে।এরপর পুলিশ রবিবার ধৃত ব্যাক্তিদের শিলিগুড়ি আদালতে তোলে।