জ্বরের উপসর্গ নিয়ে একাধিক শিশু ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে

author-image
Harmeet
New Update
জ্বরের উপসর্গ নিয়ে একাধিক শিশু ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: একাধিক শিশু জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শিশু বিভাগে। উদ্বীগ্ন প্রশাসন। শনিবার দুপুর থেকে নতুন করে মোট ৩৪ জন শিশু জ্বর নিয়ে ভর্তি হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালের শিশু বিভাগে। অপরদিকে, রবিবার দুপুর পর্যন্ত প্রায় ৪৫ জন শিশু সুস্থ হয়ে যাওয়ায় তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন বিকেল পর্যন্ত শিশু বিভাগে মোট ৯৯ জন শিশু ভর্তি রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য কর্তাদের। নতুন করে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় শিশু বিভাগে আরও ১৫ টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে যারা জ্বর নিয়ে ভর্তি হচ্ছে সেই শিশুদের পাশাপাশি তাঁদের মায়েদের কোভিডের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শিশু এবং তাঁদের মায়েদের মধ্যে কারও কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসেনি। জ্বরে আক্রান্ত শিশুদের বেশিরভাগই ময়নাগুড়ি, ধূপগুড়ি, মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি এলাকার বাসিন্দা। এই চারটি জায়গা স্বাস্থ্য কর্তাদের বিশেষ নজরে রয়েছে। যদিও ভয়ের কোনও কারণ নেই বলে দাবি করেছেন চিকিৎসকরা।