১০ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেফতার ভাস্কর্য শিল্পী

author-image
Harmeet
New Update
১০ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেফতার ভাস্কর্য শিল্পী

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:  ১০ লক্ষ টাকা প্রতারণার দায়ে ভাস্কর্য শিল্পীকে গ্রেফতার করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ।ধৃত ব্যাক্তির নাম সমীরণ বাগ। বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ভক্তিনগর থানার অন্তর্গত এক ফ্ল্যাটের বাসিন্দা শিবশংকর শাস্ত্রী তাঁর বাড়ির মন্দিরের জন্য কৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর পাথরের মূর্তি তৈরি করার জন্য সমীরণ বাগকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু কয়েক মাস পর সেই মূর্তি ভেঙ্গে যায়। এরপর শিবশংকর শাস্ত্রী অভিযোগ করেন খুবই খারাপ মানের পাথর দিয়ে এই মূর্তি তৈরী করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে, কৃষ্ণনগর থেকে সমীরণ বাগকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।