সিআইএসএফ-এর অভিযানে ২ টন কয়লা ও ১২টি সাইকেল বাজেয়াপ্ত

author-image
New Update
সিআইএসএফ-এর অভিযানে ২ টন কয়লা ও ১২টি সাইকেল বাজেয়াপ্ত

রাহুল পাসোয়ান, আসানসোল:বেআইনি কয়লা পাচার বন্ধ করতে রাজ্য পুলিশের সঙ্গে এইবার তৎপর কেন্দ্রীয় পুলিশ বাহিনী। সেই দৃশ্যের দেখা মিললো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা অন্তর্গত নিয়ামতপুর নিউ রোড সহ একাধিক জায়গায়। রবিবারে শীতলপুর এরিয়া সিআইএসএফ ইউনিটের তরফে বেআইনি কয়লা অভিযান চালিয়ে মোট ১২টি সাইকেল সহ ২টন বেআইনি কয়লা বাজেয়াপ্ত করা হয়। অভিযানের পর সিআইএসএফ সাইকেল ও কয়লা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে জমা করে দেয়।