New Update
/anm-bengali/media/post_banners/W7O36zjwxYaWcQBlwqp2.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল:কুলটি থানার বরাকর-এর শাহনাজ আলম খুনের ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার। এলাকা থেকে মজুমদার ও রাকেশ শর্মা নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই তাদেরকে আজ কোর্টে পাঠানো হল। জানা যায় তিন বন্ধুর বচসার জেরে এই খুন। কুলটি থানার পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছে। একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে কুলটির বিভিন্ন এলাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us