নিজস্ব সংবাদদাতাঃ এর আগেও কৃষ্ণনগরের 'ঘূর্ণি' থেকে ঠাকুর গিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবারে কৃষ্ণনগরে শোলার সাজ, দুর্গার মুকুট পাড়ি দিতে চলেছে আমেরিকাতে। করোনা আবহে দু'বছর তেমন কাজ হয়নি। তবে এবারে পুরনো ছন্দে ফিরতে পেরে খুশি ডাক এবং শোলা শিল্পীরা।