ফুলশয্যায় গোলমাল

author-image
Harmeet
New Update
ফুলশয্যায় গোলমাল

​নিজস্ব সংবাদদাতাঃ এবার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা দেখে অবাক হওয়ার পাশাপাশি নেটিজ়েনরা এও বলছেন, ‘এ কী দেখে ফেললাম!’। সম্প্রতি টুইটারে এমন একটি সিরিয়ালের দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে যে ফুলশয্যার রাতে দুধের সঙ্গে আরশোলা মিশিয়ে খেয়ে ফেলেছেন নায়ক! শুনেই গা গুলিয়ে উঠল তো আপনার? বাস্তবে হুবহু এমনটাই দেখানো হয়েছে টেলিভিশনের পর্দায়। ওই দৃশ্যে দেখানো হয়েছে যে নববধূ আর বরের ঘনিষ্ঠ মুহূর্তে বাধ সেধেছিল একটি আরশোলা। নায়িকার গায়ে আরশোলা উঠে পড়ায় তিনি নায়কের থেকে ছিটকে দূরে সরে যান। এই পর্যন্ত ঠিকই ছিল। এর পরেই ঘটল সেই আজব ঘটনা। সিরিয়ালের ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা গিয়েছে মেঝে থেকে আরশোলা কুড়িয়ে নিয়ে দুধের গ্লাসে মিশিয়ে খেয়ে ফেলেছেন অভিনেতা।