সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

author-image
New Update
সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

সুদীপ ব্যানার্জী,  শিলিগুড়ি:  সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি থানা এলাকায়। শনিবার সকালে শিলিগুড়ি থানার পেছনে চার নম্বর বরোর কাছে দেহটি উদ্ধার হয়। এদিন সকালে কাজ করার সময় পুরকর্মীরা সদ্যোজাতের মৃতদেহটি দেখতে পায়। এরপর খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, কেউ বা কারা সদ্যোজাতকে নালায় ফেলে দিয়ে চলে যান। বৃষ্টির জেরে জলে ডুবে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।