New Update
/anm-bengali/media/post_banners/pFNmCBsnJUYmVzeXhzdM.jpg)
​
​নিজস্ব সংবাদদাতাঃ
কয়েকদিন আগেই পঞ্জশীরে (Panjshir) প্রবেশ করেছে তালিবান (Taliban)। পুরো আফগানিস্তান (Afghanistan) আয়ত্তে চলে গেলেও এই অংশের দখল নিতে বেশ বেগ পেতে হয়েছে তালিবানকে। এরই মধ্যে জানা গিয়েছে পঞ্জশীরের সংর্ঘষে মৃত্যু হয়েছে আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহর ভাই রোহুউল্লাহ সালেহর। নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। শুধু তাই নয় তার দেহ সমাধিস্থও করতে দেওয়া হয়নি। এমনটাই জানিয়েছেন রোহুল্লা সালেহর ভাইপো এবাদুল্লা।
এবাদুল্লা জানান, রোহুল্লাকে হত্যা করার সময় তালিবরা বারবার বলছিল ‘ওর দেহটা পচুক।’ তারা শুধু নৃশংসভাবে হত্যা করেছে তাই নয়, দেহ সমাধিস্থ করার সুযোগটুকুও দেয়নি। দেহ যাতে বাইরেই পচতে থাকে, তাই এই ব্যবস্থা করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us