নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচে যদি ম্যান ইউ’র জার্সি গায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামেন তাহলে প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ব্রেকের পর ফের একই ক্লাবের হয়ে কোনও প্লেয়ারের খেলতে নামার নজির স্পর্শ করবেন তিনি। সিআর সেভেন ম্যান ইউ’র হয়ে শেষবার প্রিমিয়ার লিগে খেলতে নেমছিলেন ২০০৯ সালের মে মাসে। আজ নামলে ১২ বছর ১১৮ দিন পরে প্রিমিয়ার লিগে আবার একই ক্লাবের হয়ে খেলতে নামার নজির স্পর্শ করবেন পর্তুগালের মহাতারকা। আজকের ম্যাচ শুরু হবে সন্ধে ৭:৩০ থেকে।