হরি ঘোষ,রানীগঞ্জ: হঠাৎ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আপৎকালীন সাইরেন বেজে ওঠায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানীগঞ্জ শহরে।রানিগঞ্জ এর এস. বি. আই শাখার ঘটনা। রাত ১০.০৫ নাগাদ ব্যাঙ্কের আপৎকালীন সাইরেন বাজতে শুরু হয়। আওয়াজ শুনে স্থানীয়রা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে যান। খবর দেওয়া হয় পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। পুলিশের প্রাথমিক অনুমান বৃষ্টির ফলে কোনভাবে সাইরেনের শর্টসার্কিট এর ফলে এই বিপত্তি।