মধ্যরাতে বাস ও লরির সংঘর্ষ, কোনমতে প্রাণে বাঁচলো যাত্রীরা

author-image
Harmeet
New Update
মধ্যরাতে বাস ও লরির সংঘর্ষ, কোনমতে প্রাণে বাঁচলো যাত্রীরা

​হরি ঘোষ, আসানসোলঃ অন্ডাল মোড় ব্রিজের কাছে বাস ও লরির সংঘর্ষে সৌভাগ্যবশত প্রাণে বাঁচল চারজন বাসযাত্রী। রাত্রিবেলা বাসের মধ্যে তেমন যাত্রী ছিল না ছিল। কেবল চারজন যাত্রী ছিলেন। তবে গুরুতর আহত হয়েছেন চারজনই। আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল মিনি বাসটি। আচমকাই বাসটি দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে। তারপরেই ঘটে বিপত্তি। ঘটনার জেরে প্রায় মিনিট পনেরো দু নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয় ।