অবৈধ কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৪

author-image
New Update
অবৈধ কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৪

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:অবৈধ কল সেন্টারে হানা দিয়ে মোট চারজনকে গ্রেফতার করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের প্রত্যকের বাড়ি শিলিগুড়িতে। জানা গিয়েছে শিলিগুড়ির সেবক রোডে এক বেসরকারি হোটেলের নিচ তলে ভাড়া নিয়ে ওভি ইন্টারন্যাশনাল কোম্পানি খুলে সাধারণ মানুষদের প্রতারণা করছিল এরা। এরপর পুলিশ হানা দিয়ে জানতে পারে এই কোম্পানির নামে কোনো লাইসেন্স এবং রেজিষ্ট্রেশন নেই। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে কম্পিউটার সহ বেশ কিছু সিমকার্ড উদ্ধার করে, চারজনকে গ্রেফতারও করে।