New Update
/anm-bengali/media/post_banners/TysLyNUx0TorFDSK3Jev.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও রক্তাক্ত পঞ্জশীর, নিহত আমরুল্লাহ সালেহ'র ভাই। সূত্র মারফত এমনটাই জানা গেছে। জানা গিয়েছে আমরুল্লার দাদা রুহুল্লা সালেহ খুন হয়েছেন তালিবানদের হাতে। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর তালিবান ঘোষণা করে তারা পঞ্জশির দখল করেছে। পাল্টা তালিবদের দাবি উড়িয়ে নর্দান এলায়েন্স দাবি, তারা যুদ্ধ জারি রেখেছে। নর্দার্ন অ্যালায়েন্স এখনও অবধি পঞ্জশীরের মাটি কামড়ে পড়ে রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us