ইনডং চা বাগানে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে গেট মিটিং

author-image
New Update
ইনডং  চা বাগানে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে গেট মিটিং

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকে ইনডং  চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে গেট মিটিং করা হল বাগানের গেটের সামনে। শুক্রবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয়। প্রায় ঘণ্টাখানেক মিটিংয়ের পর ফের শ্রমিকরা কাজে যোগদান করেন। মেটেলি ব্লকের ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের সূত্রে জানা গিয়েছে, ইনডং চা বাগানের শ্রমিকরা নানান সমস্যায় আছেন। শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা সময়মতো দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে আগেই বাগান ম্যানেজারকে জানানো হয়েছে। বাগানের হাসপাতালের চিকিৎসা পরিষেবাও ভালো নয়। অ্যাকাউন্টে মজুরি নিতে শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যাবতীয় ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত শ্রমিকদের মজুরি নগদে দেওয়ার দাবিও জানানো হয়েছে। এছাড়াও শ্রমিকদের নানান সমস্যা নিয়ে এদিন সরব হন বিজেপির নেতারা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে বড়সড়ো আন্দোলনে নামা হবে, হুমকি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।