New Update
/anm-bengali/media/post_banners/u9EvNssrNrnh8tH4Fd4K.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-১ ব্লকের পাটকাপাড়া এলাকা থেকে উদ্ধার ১০ ফুটের এক পূর্ণ বয়স্ক অজগর। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পেয়ে অজগরটি উদ্ধার করে। অজগরটির ওজন প্রায় ২৫ কেজি। এরপর খবর দেওয়া হয় আলিপুরদুয়ারের নিমতি রেঞ্জে। পরবর্তীতে নিমতি রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রের জানা গিয়েছে অজগরটিকে নিমতির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us