​নিজস্ব সংবাদদাতাঃ করোনার প্রকোপে বিগত দুবছর ধরে কমেছে দুর্গা পুজোর জাঁকজমক। গতবছর কোভিডের কারনে বন্ধ ছিল কলকাতার জনপ্রিয় ম্যাডক্স স্কোয়ারের জমজমাটি আড্ডা। সেই মতো এইবছরও ম্যাডক্সে বন্ধ থাকবে আড্ডা। সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে ম্যাডক্সের ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা আছে, 'শেষ যুদ্ধে সামিল হওয়া যাক, একুশের আড্ডা বাইশে তোলা থাক'।