হাড্ডাহাড্ডি লড়াই, মমতার এবার কী মমতার বিরুদ্ধে জিততে পারবেন প্রিয়াঙ্কা?

author-image
Harmeet
New Update
হাড্ডাহাড্ডি লড়াই, মমতার এবার কী মমতার বিরুদ্ধে জিততে পারবেন প্রিয়াঙ্কা?

নিজস্ব সংবাদদাতাঃ রুদ্রনীল ঘোষ নয়, উপনির্বাচনে বিজেপির হয়ে ভবানীপুর কেন্দ্রে লড়বেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, কারণ এই কেন্দ্রে লড়ছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কে এই প্রিয়াঙ্কা? তিনি একজন নেত্রী ছাড়াও এক সফল আইনজীবী।  বর্তমানে ভোটপরবর্তী হিংসার মামলাগুলির বিজেপির হয়ে লড়ছেন তিনি। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে এই ভবানীপুর কেন্দ্রে বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যদিও তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে প্রায় ৩০ হাজার ভোটে পরাজিত হন রুদ্রনীল। ফলে প্রশ্ন উঠছে এই কেন্দ্রে বিজেপির মুখ রক্ষা করতে পারবেন প্রিয়াঙ্কা?