নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার রাতে টি-২০ বিশ্বকাপের জন্য আফগানিস্তান স্কোয়াড ঘোষণার মাত্র কয়েক মিনিট পরেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাশিদ খান। তাই বিশ্বকাপের জন্য আফগান ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে বেছে নিল অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ নবিকে। নবি এর আগে ২০১৩-১৪ মরসুমে ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আফগানিস্তানের অধিনায়কত্ব করেছিলেন।