ফ্ল-লেস ত্বকের রহস্য এবার আপনার হাতের মুঠোয়

author-image
Harmeet
New Update
ফ্ল-লেস ত্বকের রহস্য এবার আপনার হাতের মুঠোয়

​নিজস্ব সংবাদদাতাঃ  বাটি চাল নিয়ে অল্প জলে ডুবু-ডুবু করে ভিজিয়ে রাখুন। একটা চামচ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না জলটা রং বদলে সাদা হয়ে যাচ্ছে! এবার এই জলটা ছেঁকে নিয়ে একটা শিশিতে ভরে ফ্রিজে স্টোর করুন। চিনারা এই জলটাই নাকি টোনার হিসেবে ব্যবহার করেন। তবে তিন-চারদিন পরপর এই জলটা ফেলে দিতে হবে।