নিজস্ব সংবাদদাতাঃ শীঘ্রই তৈরি হতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। তার ক্রিকেট জীবনের ওঠা-পড়া নিয়ে নির্মিত এই ছবিকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত 'দাদ'। 'লাভ ফিল্মস' প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হবে এই ছবি। এই প্রসঙ্গে প্রাক্তন অধিনায়ক বলেন, "ক্রিকেট আমার জীবন ছিল। এটি আমাকে আত্মবিশ্বাস এবং আমার মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। শীঘ্রই আমার ক্রিকেট যাত্রা বড় পর্দায় প্রদর্শিত হতে চলেছে"।