কে হচ্ছেন পর্দার দাদা?

author-image
Harmeet
New Update
কে হচ্ছেন পর্দার দাদা?


নিজস্ব সংবাদদাতাঃ  বেশ কিছুদিন ধরের বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হতে চলেছে। 'লাভ ফিল্মস'-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে সৌরভের। সূত্রের খবর অনুযায়ী রাণবীর কাপুর কিংবা হৃতিককে ভাবা হচ্ছে দাদার ভূমিকায়।