নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে মাত্র তিনজন অভিজ্ঞ পেসারকে রাখা হয়েছে, যা দেখে বেশ অবাকই হয়েছিলেন অনুরাগীরা। এবার এই সিদ্ধান্তের পিছনের কারণ জানালেন ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক চেতন শর্মা। তিনি বললেন, সংযুক্ত আরব আমিরশাহীর পিচের চরিত্রের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।