New Update
/anm-bengali/media/post_banners/DFZmyjFVtG3XS1xtL7YI.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ মাউথ অরগ্যান বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন এক পুলিশ কর্মী। যা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার সাব ইনস্পেকটর দিলীপ জানা।কয়েকমাস পিংলা থানাতে কর্মরত ছিলেন। বুধবার রাতে থানায় তাঁর ফেয়ার ওয়েল হয়। আর সেই মঞ্চেই তিনি সমস্ত পুলিশ কর্মীদের মাউথ অরগ্যান এ একটি গান শোনান। যেই গানটি সমস্ত পুলিশ কর্মীর মন ছুঁয়ে গিয়েছে। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us