ডেঙ্গু প্রতিরোধে জলাশয়, ড্রেনগুলোতে ছাড়া হলো গাপ্পি মাছ

author-image
New Update
ডেঙ্গু প্রতিরোধে জলাশয়,  ড্রেনগুলোতে ছাড়া হলো গাপ্পি মাছ

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:ডেঙ্গু প্রতিরোধে শিলিগুড়ির ফাঁসিদেওয়া বি.ডি.ও অফিসের পক্ষ থেকে বিধাননগরের ১ নং গ্রামপঞ্চায়েতের বিভিন্ন জলাশয়,  ড্রেনগুলোতে ছাড়া হলো গাপ্পি মাছ। সূত্রের পাওয়া খবর অনুযায়ী বেশ কিছুদিন ধরে এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়াতেই প্রশাসন নড়েচড়ে বসেছে। পাশাপাশি গ্রামীণ সম্পদ দপ্তর থেকে ডেঙ্গু সচেতনতার প্রচার করা হয় এলাকায়। দপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী এই নিয়ে দ্বিতীয় পর্যায়ে গাপ্পি মাছ ছাড়া হয়েছে বিভিন্ন জলাশয়, ড্রেনগুলোতে।