পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, নিহত ১

author-image
New Update
পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, নিহত ১

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যায় কলে পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, সেখান থেকে বচসা, হাতাহাতি, মারধর। ঘটনায় গুরুতর আহত হয় দেবাশিস শিল নামে এক ব্যক্তি। স্থানীয়রা দেবাশীষ শিলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত্যু হয় দেবাশিস শিলের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরের বড়বাজার এলাকায়। মৃতের স্ত্রীর অভিযোগ, বিজেপি করার অপরাধে পিটিয়ে খুন করা হয়েছে তার স্বামীকে। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। সূত্রের খবর, তদন্তে নেমে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজনকে।

যদিও রাজনৈতিক গন্ডগোলের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার দাবি, এটি সম্পূর্ণ পাড়াগত বিবাদ। সেই বিবাদের জেরেই খুন হয়েছে দেবাশিস। বিজেপি গোটা বিষয়টিকে রাজনৈতিক রং লাগাচ্ছে বলেও দাবি তৃণমূল জেলা সভাপতির।