New Update
/anm-bengali/media/post_banners/79Tfjz5DIYXe0ym0Ci6e.jpg)
নিজস্ব প্রতিনিধি:ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ইডি। দেবাঞ্জন আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। স্পেশাল কোর্ট দেবাঞ্জনকে জেরা করার ইডি-র আবেদন মঞ্জুর করেছে। ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, দেবাঞ্জন জেল হেফাজতে গেলে, ইডি জেলে গিয়ে জেরা করতে পারবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us