দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম জমা দিতে বাধার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের

author-image
New Update
দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম জমা দিতে বাধার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন দল-মত নির্বিশেষে দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম বিলি করার জন্য। কিন্তু একেবারে ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা তালপার্টি কোস্টাল থানা এলাকায়। বিজেপি কর্মী সমর্থকদের দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশ কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকের কশারিয়া এলাকায়।

এই অভিযোগ করলেন গ্রামের স্থানীয় মহিলারা। অভিযোগের ভিত্তিতে সরব হয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপির রাজনৈতিক চক্রান্ত করছে। পরে এলাকার বাসিন্দারা দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ দেখাতে থাকে।জানা গিয়েছে, খেজুরি ২ ব্লকের কশারিয়া হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্প চলছিল। ক্যাম্পে ফর্ম জমা দিতে যান এলাকার বিজেপি মহিলা সর্মথকেরা। সেখানে মহিলাদের ফর্ম জমা দিতে বাধা দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। পাশাপাশি পুলিশও দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিতে বাধা দেয় বলে অভিযোগ। এরপর মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিক্ষোভকারী এক মহিলা বলেন, " আমরা বিজেপি করি বলে সরকারি প্রকল্পের ফর্ম জমা দিতে দিচ্ছে না। খোদ পুলিশ কর্মীরা বাধা দিচ্ছেন। ক্যাম্পের ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমরা এর বিচার চাই৷’’