রাজ্যে করোনার ডেল্টা প্লাস রোগীর সন্ধান

author-image
Harmeet
New Update
রাজ্যে  করোনার ডেল্টা প্লাস রোগীর সন্ধান



 নিজস্ব সংবাদদাতা : অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে। করোনার-এই ডেল্টা প্লাস ভেরিয়েশন খুব দ্রুত ছড়িয়ে যেতে সক্ষম। এইসব চিন্তার মাঝেই রাজ্যে সন্ধান পাওয়া গেল ডেল্টা প্রজাতির এক করোনা রোগীর। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত জুলাই মাসে হুগলির করোনা আক্রান্ত এক ব্যক্তি নমুনা পরীক্ষা করতে পাঠায়। ৩ সেপ্টেম্বর আসা সেই রিপোর্টে দেখা যায় তিনি ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত। এর আগেও ১০ আগস্ট ডেল্টা প্রজাতির এক ব্যক্তির সন্ধান মিলে রাজ্যে। এই ঘটনার খবর পাওয়া মাত্র কলকাতা বিমানবন্দরেও বিদেশ থেকে আসা বিমান যাত্রীদের জন্য জারি হচ্ছে নতুন নিয়ম। ঘটনার পর্যালোচনায় মঙ্গলবার ইনি এক বৈঠক ডাকা হয়েছে।