/anm-bengali/media/post_banners/5N7zxBTGZ5x46hDvQp6Y.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ অবশেষে শিকলমুক্ত হল চন্দ্রকোনার কুঁয়াপুরে শিকলবন্দী যুবক প্রশান্ত পূজারী। ব্লক,মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উপস্থিতিতে শিকল কেটে যুবককে নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। প্রথমে চন্দ্রকোনা ২ ব্লক স্বাস্থ্য দপ্তরের অধিন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচের নির্দেশে এদিন শিকলবন্দী যুবক প্রশান্ত পূজারীর বাড়িতে যায় RBSK এর মেডিক্যাল অফিসার ডঃ অমল পান ও স্বাস্থ্যকর্মীরা। ওই যুবকের বাড়িতে গিয়ে প্রথমে পরিবারের সদস্য এবং যুবকের মা ছবি পূজারীর সাথে কথা বলেন শিকলবন্দী যুবকের সম্পর্কে। তারপর স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রশান্ত পূজারীর। মানসিক পরিস্থিতি যাচাই করতে দীর্ঘক্ষণ গল্পের ছলে কথা বলেন মেডিক্যাল অফিসার ডঃ অমল পান। এরপর রিপোর্ট যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ও ব্লক প্রশাসনের কাছে। তার কিছু পরেই বিডিও অমিত ঘোষ,চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডঃ গৌতম প্রতিহার ও মহকুমাশাসকের দপ্তরের এক আধিকারিক অ্যাম্বুলেন্সে নিয়ে পৌঁছে যান যুবকের বাড়িতে। যুবকের মা ছবি পূজারীকে দিয়ে খোলা হয় শিকল এবং প্রশান্তকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে মা ছবি দেবীকে সাথে নিয়ে তোলা হয় অ্যাম্বুলেন্সে। বিডিও ও বিএমওএইচ জানান, আপাতাত প্রশান্তর মাকে দিয়ে শিকল খোলা হয়েছে,চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু হবে এবং পরীক্ষা নিরিক্ষা হবে।পরবর্তী সময়ে প্রয়োজন মতো অন্যত্র চিকিৎসার জন্যও নিয়ে যাওয়া হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us